নতুনেরকথা ডেস্ক:
হাজীগঞ্জের বিভিন্ন মামলার দূর্ধষ আসামীরা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি জানতে চেয়েছেন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
হাজীগঞ্জের বিভিন্ন মামলার দূর্ধষ আসামীরা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি জানতে চেয়েছেন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সভায় ২নং বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী বলেছেন, তার ইউনিয়নে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির হোসেনের ছোট ভাই রেজাউল করিম। চাঁদপুরে প্রথম মাদক ব্যবসায়ী জকির হোসেন পুলিশের হাতে ক্রসফায়ার হলেও রেজাউল করিম এখন বিদেশে। এই রেজাউল করিমের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। একই ইউনিয়নের চতন্তর বেপারী বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মুমিনুল ইসলাম বেপারী পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এখন বিদেশে আছে। পুলিশ একাধিবার তাকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করে। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অনলাইনে সকল মামলার তথ্য থাকা স্বত্ত্বেও বহু মামলার আসামীরা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স পায়?
তিনি আরো বলেন, এভাবে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হলে মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারী মামলার আসামীরা বিদেশ পাড়ি দিয়ে আশ্রয় নিবে। সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এসবের কারণে সরকারের উন্নয়ন ব্যাহত ও সরকারের বদনাম হচ্ছে।
সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানগণ পরে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে একই অভিযোগ তুলে ধরেন। সভায় উপস্থিত হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ-পরিদর্শক একেএম হাসান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন।
জানতে চাইলে ৩নং কালচোঁ ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, ‘যাছাই-বাছাই করে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া দরকার। দাগী অপরাধীরা যেন ছাড় পেয়ে না যায় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। নিরীহরা যেন হয়রানির শিকার না হয়- সেটাও দেখতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম কোন ব্যাক্তিকে আশ্রয় দেয় না। অতএব অপরাধীদের বিষয়ে কোন ছাড় নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, কিভাবে অনলাইনে মামলা থাকা স্বত্ত্বেও আসামীরা বিদেশ যায়। তা পুলিশ ভালো ভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, জেলা এনএসআই’র সহকারি পরিচালক শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল আজিম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, কবির হোসেন মিয়াজী, সফিকুল ইসলাম মীর হোসেনসহ আরো অনেকেই।