ছাত্রীকে নিয়ে পালানোর সময় গৃহশিক্ষক আটক

  • আপডেট: ০২:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৯
নতুনেরকথা ডেস্কঃদিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পালিয়ে যাবার সময় এক সপ্তম শ্রেণীর ছাত্রী ও তার গৃহশিক্ষক শ্রী উজ্জল কুমারকে আটক করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার সহযোগী ফুফাত ভাই চঞ্চল কুমারকেও আটক করা হয়। শনিবার বিকেলে ইমিগ্রেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাদের আটক করা হয়।

আটকৃতরা বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বাসিন্দা।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানায়, বগুড়া নন্দিগ্রামের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গৃহ-শিক্ষক শ্রী উজ্জল কুমার। এই প্রেমের জের ধরে শনিবার দুপুরে তারা হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করে। গোপন সুত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে, তারা ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে হিলি সীমান্তে আসে।

তিনি আরও জানায়, আটককৃতদের অভিবাবক ও নন্দিগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় অভিভাবকের উপস্থিতিতে আটককৃতদের নন্দিগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ছাত্রীকে নিয়ে পালানোর সময় গৃহশিক্ষক আটক

আপডেট: ০২:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
নতুনেরকথা ডেস্কঃদিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পালিয়ে যাবার সময় এক সপ্তম শ্রেণীর ছাত্রী ও তার গৃহশিক্ষক শ্রী উজ্জল কুমারকে আটক করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার সহযোগী ফুফাত ভাই চঞ্চল কুমারকেও আটক করা হয়। শনিবার বিকেলে ইমিগ্রেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাদের আটক করা হয়।

আটকৃতরা বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বাসিন্দা।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানায়, বগুড়া নন্দিগ্রামের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গৃহ-শিক্ষক শ্রী উজ্জল কুমার। এই প্রেমের জের ধরে শনিবার দুপুরে তারা হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করে। গোপন সুত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে, তারা ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে হিলি সীমান্তে আসে।

তিনি আরও জানায়, আটককৃতদের অভিবাবক ও নন্দিগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় অভিভাবকের উপস্থিতিতে আটককৃতদের নন্দিগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।