মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপডেট: ০৫:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৩১

মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তরে দেশের অন্যতম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের বার্ষিক সভা ও ফেডারেশনের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা উপলক্ষ্যে নেতৃৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম, টার্ন আউট ফেডারেশনের সদস্য মো. শাহজাহান প্রধান, কাজী সালাউদ্দিন, খাজা আহমেদ, আব্দুল আজিজ, শামসুদ্দিন খান, শরীফ উল্লাহ দর্জি, শাহজাহান সরকার, আব্দুস ছাত্তার প্রমুখ।
সভার সভাপতি এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি দৃঢ়তার সাথে এগিয়ে চলছে। দেশের ৪০০ টি প্রকল্পের মধ্যে আমাদের প্রকল্পটি রেটিং অনুযায়ী প্রথম অবস্থানে আছে। তিনি আরও বলেন, প্রকল্পকে গতিশীল করতে সরকার ইতোমধ্যে ১১৩০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। আমার কিছু দিনের মধ্যেই এই বরাদ্দ পেয়ে যাবো। বর্তমান সরকার এই প্রকল্পে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে আমরা সকলের সহযোগীতা কামনা করি।
আগামী ৬ অক্টোবর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সভায় পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। ওই সভায় ফেডারেশনের সভাপতি উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। এ লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা ও পর্যালোচনা করেন।

Tag :
সর্বাধিক পঠিত

যেভাবে হ ত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফলকে

মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপডেট: ০৫:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯

মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তরে দেশের অন্যতম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের বার্ষিক সভা ও ফেডারেশনের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা উপলক্ষ্যে নেতৃৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম, টার্ন আউট ফেডারেশনের সদস্য মো. শাহজাহান প্রধান, কাজী সালাউদ্দিন, খাজা আহমেদ, আব্দুল আজিজ, শামসুদ্দিন খান, শরীফ উল্লাহ দর্জি, শাহজাহান সরকার, আব্দুস ছাত্তার প্রমুখ।
সভার সভাপতি এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি দৃঢ়তার সাথে এগিয়ে চলছে। দেশের ৪০০ টি প্রকল্পের মধ্যে আমাদের প্রকল্পটি রেটিং অনুযায়ী প্রথম অবস্থানে আছে। তিনি আরও বলেন, প্রকল্পকে গতিশীল করতে সরকার ইতোমধ্যে ১১৩০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। আমার কিছু দিনের মধ্যেই এই বরাদ্দ পেয়ে যাবো। বর্তমান সরকার এই প্রকল্পে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে আমরা সকলের সহযোগীতা কামনা করি।
আগামী ৬ অক্টোবর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সভায় পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। ওই সভায় ফেডারেশনের সভাপতি উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। এ লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা ও পর্যালোচনা করেন।