হাজীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত, আহত ৩

  • আপডেট: ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২১

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জের দিগচাইলে দুই মোটর সাইকেলের মুখিমুখি সংঘর্ষে মো.ফারুক হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় দিগচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ওই ইউনিয়নের মোল্লাডহর গ্রামের মো. জাফর আলীর ছেলে। তার, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে য় ফারুক ও তার বন্ধু মোটর সাইকেলে হাজীগঞ্জ বাজারে আসার পথে দিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরিত দিক থেকে আসা অপর মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের ও নিহতের পরিবারের সাথে কথা বলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতের মরদেহ দেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

হাজীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত, আহত ৩

আপডেট: ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জের দিগচাইলে দুই মোটর সাইকেলের মুখিমুখি সংঘর্ষে মো.ফারুক হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় দিগচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ওই ইউনিয়নের মোল্লাডহর গ্রামের মো. জাফর আলীর ছেলে। তার, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে য় ফারুক ও তার বন্ধু মোটর সাইকেলে হাজীগঞ্জ বাজারে আসার পথে দিকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরিত দিক থেকে আসা অপর মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের ও নিহতের পরিবারের সাথে কথা বলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতের মরদেহ দেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।