মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার ষাটনল রঙ্গুখার কান্দি এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বরোপীট (ফিসারী) দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার প্রধান আসামী মাহবুব মোল্লাসহ অন্যান্য আসামীদের আটক করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে এলাকাবাসী। মিছিলটি আবু মার্কেট শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় আবু মার্কেটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার ষাটনল আবু মার্কেটে সমাজসেবক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও কামরুজ্জামানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম ভুলু খান, জাকির হোসেন মেম্বার, শিপন খান, নান্নু মৃধা, ইকবাল বেপারী, আইয়ুব আলী, ইয়াকুব’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা, মাহবুব মোল্লা’সহ তার সহযোগীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
বক্তারা আরো বলেন, ২০ সেপ্টেম্বর মাহবুব মোল্লার নেতৃত্বে সংঘর্ষে গুরুত্বর আহত জাকির হোসেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অন্যান্য আহত রোগীরাও চিকিৎসাধীন রয়েছে। তাদের শারীরিক অবস্থা শঙ্কটাপন্ন।
শিরোনাম:
মতলব উত্তরে ফিশারীকে কেন্দ্র করে সংঘর্ষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল
Tag :
সর্বাধিক পঠিত