মতলবে এক্সেল বাবুর চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

  • আপডেট: ০২:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ০ Views

মতলব প্রতিনিধি॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজারে ফুটপাতে কলা দোকানী সত্তরোর্ধ্ব তৈয়ব আলী পাহার চাঁদা না দেয়ায় তাকে মারধর করার প্রতিবাদে ডিস ব্যবসায়ী মাহবুব আলম বাবু মিজি ওরফে এক্সেল বাবু’র বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে মতলব উত্তর থানার সামনের রাস্তায় বাজারের ব্যবসায়ী ও আদুরভিটি গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে এক্সেল বাবুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- তৈয়ব আলী পাহার, ওসমান মুপ্তি, ইউসুফ লস্কর, মিজানুর রহমান মুফতি, মোস্তফা দর্জি, আল-আমিন’সহ নারী-পুরুষ।

তৈয়ব আলী পাহার বলেন, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.১৫ মিনিটে ছেংগারচর পৌর বাজারের আলাউদ্দিনের দোকানের সামনে ফুটপাতে কলা ব্যবসায়ী তৈয়ব আলী পাহারের কাছে ডিস ব্যবসায়ী মাহবুব আলম বাবু মিজি ওরফে এক্সেল বাবু চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তৈয়ব আমাকে প্রকাশ্যে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। শার্টের পকেটে থাকা অর্থ ছিনিয়ে নেয়।

ওসমান মুপ্তি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বাবু থানায় মিথ্যা অভিযোগ দিয়ে নিরীহ পরিবারের তৈয়ব আলী পাহার ও তার আত্মীয়-স্বজনকে হয়রানি করছে।

মানববন্ধবনে এলাকাবাসি বলেন, এক্সেল বাবু বিভিন্ন সময় গ্রামের সাধারন মানুষকে জিম্মি করে চাঁদা আদায়, বাড়ী নির্মাণ করতে গেলেও সাধারন মানুষের সে চাঁদা দাবী করে আসছে। তার চাহিদামতো চাঁদা না দিলে মানুষকে মারধর করে।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

মতলবে এক্সেল বাবুর চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

আপডেট: ০২:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

মতলব প্রতিনিধি॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজারে ফুটপাতে কলা দোকানী সত্তরোর্ধ্ব তৈয়ব আলী পাহার চাঁদা না দেয়ায় তাকে মারধর করার প্রতিবাদে ডিস ব্যবসায়ী মাহবুব আলম বাবু মিজি ওরফে এক্সেল বাবু’র বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে মতলব উত্তর থানার সামনের রাস্তায় বাজারের ব্যবসায়ী ও আদুরভিটি গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে এক্সেল বাবুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- তৈয়ব আলী পাহার, ওসমান মুপ্তি, ইউসুফ লস্কর, মিজানুর রহমান মুফতি, মোস্তফা দর্জি, আল-আমিন’সহ নারী-পুরুষ।

তৈয়ব আলী পাহার বলেন, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.১৫ মিনিটে ছেংগারচর পৌর বাজারের আলাউদ্দিনের দোকানের সামনে ফুটপাতে কলা ব্যবসায়ী তৈয়ব আলী পাহারের কাছে ডিস ব্যবসায়ী মাহবুব আলম বাবু মিজি ওরফে এক্সেল বাবু চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তৈয়ব আমাকে প্রকাশ্যে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। শার্টের পকেটে থাকা অর্থ ছিনিয়ে নেয়।

ওসমান মুপ্তি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বাবু থানায় মিথ্যা অভিযোগ দিয়ে নিরীহ পরিবারের তৈয়ব আলী পাহার ও তার আত্মীয়-স্বজনকে হয়রানি করছে।

মানববন্ধবনে এলাকাবাসি বলেন, এক্সেল বাবু বিভিন্ন সময় গ্রামের সাধারন মানুষকে জিম্মি করে চাঁদা আদায়, বাড়ী নির্মাণ করতে গেলেও সাধারন মানুষের সে চাঁদা দাবী করে আসছে। তার চাহিদামতো চাঁদা না দিলে মানুষকে মারধর করে।