গাজী মহিনউদ্দিন:
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৬১নং রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ডিজিটাল প্রাক-প্রাথমিক ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। জেলায় প্রথম প্রযুক্তির নির্ভর কারুকাজে সজ্জ্বিত দৃষ্টিনন্দন ডিজিটাল প্রাক-প্রাথমিক ক্লাসরুম ফিতা কেটে উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। সোমবার দুপুরে উদ্বোধনের মধ্য দিয়ে প্রযক্তি নির্ভর এ ক্লাসরুমের আনুষ্ঠানিক কার্যক্রম চারু করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মো. সাহাবুদ্দিন বলেন, জেলার মধ্যে রোল মডেল হয়ে থাকবে রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে দৃষ্টিনন্দন কারুকাজে সজ্জ্বিত এবং ডিজিটাল প্রযুক্তির আদলে গড়া উঠা অবিশ^াস্য। শহরের বিদ্যালয় গুলোতে এমন চিত্র দেখা যায় না।
এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা যে কর্মযজ্ঞ দেখিয়েছেন তা প্রশংসার দ্বার খুলে দিয়েছে। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর উপস্থাপনা, প্রত্যেকটি কাজ নিয়মের মধ্যে করা এবং এ বিদ্যালয়ের পরিবেশ দেখলে মনে হয় না যেন গ্রামের কোন প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পড়ালেখার মান আরো এগিয়ে নিতে হবে। এ প্রতিষ্ঠানকে দেখে দেখে অন্যরা শিখবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ এমরান বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন, হাজীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহজাহান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীনা শামীম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নেলী সরকার, ফাতেমা খাতুন, আবদুল কুদ্দুছ, সতীশ সূত্রধর, সুলতানা আকতার, মাইফুল আক্তার, কামরুন্নাহার, ফৌজিয়া বিনতে নূর, মুক্তা আক্তার।
উল্লেখ্য, ক্লাস্টারের দায়িত্বে থাকা হাজীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. শাহজাহান ভূঁইয়ার দিক-নির্দেশনায় বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়গুলোতে ডিজিটাল প্রাক-প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার কর্মকান্ড চলছে।
শিরোনাম:
জেলার মধ্যে রোল মডেল হয়ে থাকবে রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় : জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দীন
Tag :
সর্বাধিক পঠিত