আ.লীগ নেতার কর্মচারীর ভল্টে শুধুই ১ হাজার টাকার বান্ডিল

  • আপডেট: ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • ২২

রাজধানীর পুরান ঢাকার ক্যাসিনো ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা এনামুল হকের কর্মচারি আবুল কালামের বাড়ি থেকে টাকা ভর্তি সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। তবে টাকার পরিমাণ কত তা এখনও জানা যায়নি।  আরও একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের পর রাজধানীর নারিন্দায় আবুল কালাম আজাদের বাসায় এ অভিযান চালানো হয়। ভল্টে এক হাজার টাকার অনেকগুলো বান্ডিল পাওয়া গেছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, ক্যাসিনোর টাকাকে স্বর্ণে রূপান্তরিত করে বাড়িতে জমা রাখতো তারা। তাদের আরও ১৫টি বাড়ি রয়েছে, সেগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

গত ১৮ই সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় সোমবার ফু-ওয়াং, পিয়াসী ও ড্রাগন বারে অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধ কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। অথচ এর আগে পরিচালিত অভিযানে অবৈধ মাদক, ক্যাসিনো সরঞ্জাম, এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

আ.লীগ নেতার কর্মচারীর ভল্টে শুধুই ১ হাজার টাকার বান্ডিল

আপডেট: ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর পুরান ঢাকার ক্যাসিনো ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা এনামুল হকের কর্মচারি আবুল কালামের বাড়ি থেকে টাকা ভর্তি সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। তবে টাকার পরিমাণ কত তা এখনও জানা যায়নি।  আরও একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের পর রাজধানীর নারিন্দায় আবুল কালাম আজাদের বাসায় এ অভিযান চালানো হয়। ভল্টে এক হাজার টাকার অনেকগুলো বান্ডিল পাওয়া গেছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, ক্যাসিনোর টাকাকে স্বর্ণে রূপান্তরিত করে বাড়িতে জমা রাখতো তারা। তাদের আরও ১৫টি বাড়ি রয়েছে, সেগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

গত ১৮ই সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় সোমবার ফু-ওয়াং, পিয়াসী ও ড্রাগন বারে অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধ কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। অথচ এর আগে পরিচালিত অভিযানে অবৈধ মাদক, ক্যাসিনো সরঞ্জাম, এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়।