মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে ২৬৬ গৃহহীন পরিবারে মাঝে আনুষ্ঠানিকভাবে ২৬৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীন এসব পরিবারের মাঝে প্রতিকী চাবি প্রদানের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ প্রকল্প “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় ২৪০টি ঘর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৬টি দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যে আমরা একটি অবস্থানে এসেছি। সকল সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২১ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ। সেই উন্নত বাংলাদেশ গঠনে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। এ জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। এবং উন্নত বাংলাদেশের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তাদেরকে তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞান এবং বিষয় ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মনির হোসেন গাজী, রফিকুল ইসলাম ও খোরশেদ আলম বকাউল।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন, সরকারি কর্মকর্তা, অন্যান্য ইউপি চেয়ারম্যান, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় আরো শতাধিক ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামি দু’মাসের মধ্যেই এ ঘরগুলোর নির্মাণ কাজ শেষে সুবিধাভোগি পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া জানান।
শিরোনাম:
হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো ২৬৬ গৃহহীন পরিবার
Tag :
সর্বাধিক পঠিত