মোহাম্মদ হাবীব উল্যাহ॥
হাজীগঞ্জে অস্বচ্ছল শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ এর সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা, উপকরণ ও সনদপত্র বিতরণ করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। শনিবার দুপুরে উচ্চ মাধ্যমিক প্রকল্পের আওতায় আয়বর্ধণ অনানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা ই-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ ভাতা, উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, যে যেই বিষয়ে আগ্রহী, তাকে সে বিষয়ে প্রশিক্ষণ অথবা শিক্ষার্থীদের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ প্রশিক্ষণ দিতে হবে। সেই সাথে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের উপকরণ কাজে আসছে কিনা, তার জন্য তদারকি করতে হবে। এতে প্রকল্পের সার্থকতা রক্ষা পাবে এবং উপকারভোগী উপকৃত হবেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপকরনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ^ায়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বর্তমান যুগে প্রযুক্তি ছাড়া টিকে থাকা কঠিন। তাই সকল শিক্ষার্থীকে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক গ্রহণ করতে হবে এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজ নিজ অবস্থান তৈরি করে নিতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা প্রকল্প উপ-প্রকল্প পরিচালক শ.ম সাইফুল আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্টান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউড়ি। অনুষ্ঠানে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন করে মোট ২০জন অস্বচ্ছল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয়। যার মধ্যে ১১ জন বালক এবং ৯ জন বালিকা। এদেও মধ্যে ১০ জনকে ড্রেস মেকিং এবং ১০ জনকে ডাটা এন্ট্রি এন্ড প্রসেসিং প্রশিক্ষণ দেয়া হয়।
এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী প্রমুখ।
শিরোনাম:
হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ভাতা, উপকরণ ও সনদপত্র বিতরণ
Tag :
সর্বাধিক পঠিত