শাহরাস্তির খেড়িহর হতে পানচাইল ভায়া কাদরা কর্ণপাড়া কাঁচা সড়কের বেহাল দশা

  • আপডেট: ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
  • ৩৩

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তির খেড়িহর বাজার হতে পানচাইল ভায়া কাদরা কর্ণপাড়া কাঁচা সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। গ্রামের কাঁচা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। জন দূভোর্গে পড়েছেন নানা শ্রেণী-পেশার স্থানীয় বুক্তভোগী। এলাকার সাধারণ মানুষ সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ও চিতোষী পূর্ব ইউনিয়নের দুই ইউনিয়নের সংযুক্ত সড়ক খেড়িহর বাজার হতে পানচাইল ভায়া কাদরা কর্ণপাড়া কাঁচা সড়ক দিয়ে হাজারো মানুষের চলাচল প্রতিনিয়তই চলছে। এ ছাড়াও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার পথে ভোগান্তির শিকার হচ্ছে। গ্রামের রাস্তাটি বছরের পর বছর কাঁচা থাকায় বর্ষা মৌসূমে চরম দূর্ভোগ পোয়াতে হয় । রাস্তায় কাদা জমে যাওয়ায় গ্রামের মানুষ সহ সকল সথচারীর অনেক কষ্ট করে রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এছাড়া ও গ্রামের শকাধিক লোকজন জানায় প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমরা পাকা রাস্তার মুখ দেখি নাই। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় এ রাস্তা পাকা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অধ্য পর্যন্ত পাকা-রাস্তার কাজ হয় নাই। সারাদেশে রাস্তা পাকা হলেও আমাদের গ্রামের এ সড়কটি কাঁচা এ রয়ে গেল। এমতাবস্থায় সড়কটি দ্রুত পাকা করনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
সর্বাধিক পঠিত

অধ্যক্ষ চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি যা বললো

শাহরাস্তির খেড়িহর হতে পানচাইল ভায়া কাদরা কর্ণপাড়া কাঁচা সড়কের বেহাল দশা

আপডেট: ০৮:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তির খেড়িহর বাজার হতে পানচাইল ভায়া কাদরা কর্ণপাড়া কাঁচা সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। গ্রামের কাঁচা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। জন দূভোর্গে পড়েছেন নানা শ্রেণী-পেশার স্থানীয় বুক্তভোগী। এলাকার সাধারণ মানুষ সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ও চিতোষী পূর্ব ইউনিয়নের দুই ইউনিয়নের সংযুক্ত সড়ক খেড়িহর বাজার হতে পানচাইল ভায়া কাদরা কর্ণপাড়া কাঁচা সড়ক দিয়ে হাজারো মানুষের চলাচল প্রতিনিয়তই চলছে। এ ছাড়াও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার পথে ভোগান্তির শিকার হচ্ছে। গ্রামের রাস্তাটি বছরের পর বছর কাঁচা থাকায় বর্ষা মৌসূমে চরম দূর্ভোগ পোয়াতে হয় । রাস্তায় কাদা জমে যাওয়ায় গ্রামের মানুষ সহ সকল সথচারীর অনেক কষ্ট করে রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এছাড়া ও গ্রামের শকাধিক লোকজন জানায় প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমরা পাকা রাস্তার মুখ দেখি নাই। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় এ রাস্তা পাকা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অধ্য পর্যন্ত পাকা-রাস্তার কাজ হয় নাই। সারাদেশে রাস্তা পাকা হলেও আমাদের গ্রামের এ সড়কটি কাঁচা এ রয়ে গেল। এমতাবস্থায় সড়কটি দ্রুত পাকা করনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।