শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মারজানা আক্তার লিজা (১৪) নামে কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি আইন অমান্য করে বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার টামটা ইউনিয়নের সেতরা গ্রামের ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
জানাগেছে, সোমবার দুপুরে উপজেলার টামটা ইউনিয়নের সেতরা গ্রামের মারজানা আক্তার লিজার সাথে পাশবর্তী কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের মাজহারুল ইসলাম (১৫) এর বিবাহের আয়োজন হয়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্তিত হন ইউএনও শিরীন আক্তার ও শাহরাস্তি থানা পুলিশ।
পরে ইউএনও বাল্য বিয়ের আয়োজন করায় কনের পক্ষকে ৩০ হাজার এবং বর পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।