‘হাজীগঞ্জবাসি কলংকিত হয়ে বেঁচে থাকতে চাই না’

  • আপডেট: ০৯:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • ৩৮

গাজী মহিনউদ্দিন:

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে কলঙ্ক মুক্ত হতে চায় চাঁদপুরবাসী। বঙ্গবন্ধুর এই খুনি বর্তমানে কানাডায় রয়েছে। তাকে অবিলম্বে দেশে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার রায় কার্যকর করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবনের আলোচনা তুলে ধরেন বক্তারা।

ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী হাজীগঞ্জ উপজেলা তথা দেশের নরপিচাশ। তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানাই। যে পর্যন্ত ফাঁঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত কলঙ্কের বোঝা হয়ে থাকবে চাঁদপুর। আমরা কলংকিত হয়ে বেঁচে থাকতে চাই না।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর স্থাবর-অস্থাবর জব্দ করে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখে বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি আকতার মিলি প্রমুখ৷

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

‘হাজীগঞ্জবাসি কলংকিত হয়ে বেঁচে থাকতে চাই না’

আপডেট: ০৯:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯

গাজী মহিনউদ্দিন:

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে কলঙ্ক মুক্ত হতে চায় চাঁদপুরবাসী। বঙ্গবন্ধুর এই খুনি বর্তমানে কানাডায় রয়েছে। তাকে অবিলম্বে দেশে এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার রায় কার্যকর করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবনের আলোচনা তুলে ধরেন বক্তারা।

ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী হাজীগঞ্জ উপজেলা তথা দেশের নরপিচাশ। তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানাই। যে পর্যন্ত ফাঁঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত কলঙ্কের বোঝা হয়ে থাকবে চাঁদপুর। আমরা কলংকিত হয়ে বেঁচে থাকতে চাই না।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর স্থাবর-অস্থাবর জব্দ করে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখে বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি আকতার মিলি প্রমুখ৷

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।