কোরবানির গরুর সাথে নিষ্ঠুরতা

  • আপডেট: ০৬:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯
  • ৪০

স্টাফ রিপোর্টার:

হাজীগঞ্জে শত্রুতাবসত কোরবানির গরু কুপিয়ে মেরে পেলল দুবৃর্ত্তরা । ঘটনা ঘটেছে উপজেলার হরিপুর গ্রামে।

জানাযায়, হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের ভাট বাড়ির মফিজুল ইসলামের গোয়াল ঘরে দুটি গরু ছিল। একটির গরুর মুল্য ৫০ হাজার টাকা। এটি ক্রয় করেছে একই বাড়ির মিজান। অপরটির মুল্য ৭৩ হাজার টাকা। এটি ক্রয় করেছে হরিপুর গ্রামের দুধ মিয়া। এ দুটি গরু কোরবানীর জন্য মফিজ ভাটের গোয়াল ঘরেই রাখে। গরু গুলো কোরবানীর জন্য ক্রয় করা হয়। হটাৎ শনিবার গভীর রাতে ক মিজানের ৫০ হাজার টাকা মুল্যের গরুটি অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতা বশত:  কুপিয়ে মেরে ফেলে নদীতে ফেলে দেয়। ঘরে থাকা গরুটিকও কুপিয়ে মারত্মক জখম করে দুর্বৃত্তরা।

গরুর মালিক মফিজ ভাট জানান, কেবা করা আমার গরু গুলো মেরে ফেলে। তবে শত্রুতা করেই আমার এ ক্ষতি করেছে। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনে পুলিশ কে খবর দিয়েছি। হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আলমগীর হোসেন রনি বলেন, বিষটি স্থানিয় ইউপি সদস্যের কাছে শুনে পুলিশ পাঠিয়েছি। মামলা হলে ব্যবস্থা নিবো।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোরবানির গরুর সাথে নিষ্ঠুরতা

আপডেট: ০৬:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯

স্টাফ রিপোর্টার:

হাজীগঞ্জে শত্রুতাবসত কোরবানির গরু কুপিয়ে মেরে পেলল দুবৃর্ত্তরা । ঘটনা ঘটেছে উপজেলার হরিপুর গ্রামে।

জানাযায়, হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের ভাট বাড়ির মফিজুল ইসলামের গোয়াল ঘরে দুটি গরু ছিল। একটির গরুর মুল্য ৫০ হাজার টাকা। এটি ক্রয় করেছে একই বাড়ির মিজান। অপরটির মুল্য ৭৩ হাজার টাকা। এটি ক্রয় করেছে হরিপুর গ্রামের দুধ মিয়া। এ দুটি গরু কোরবানীর জন্য মফিজ ভাটের গোয়াল ঘরেই রাখে। গরু গুলো কোরবানীর জন্য ক্রয় করা হয়। হটাৎ শনিবার গভীর রাতে ক মিজানের ৫০ হাজার টাকা মুল্যের গরুটি অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতা বশত:  কুপিয়ে মেরে ফেলে নদীতে ফেলে দেয়। ঘরে থাকা গরুটিকও কুপিয়ে মারত্মক জখম করে দুর্বৃত্তরা।

গরুর মালিক মফিজ ভাট জানান, কেবা করা আমার গরু গুলো মেরে ফেলে। তবে শত্রুতা করেই আমার এ ক্ষতি করেছে। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনে পুলিশ কে খবর দিয়েছি। হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আলমগীর হোসেন রনি বলেন, বিষটি স্থানিয় ইউপি সদস্যের কাছে শুনে পুলিশ পাঠিয়েছি। মামলা হলে ব্যবস্থা নিবো।