হাইমচরে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট: ০৬:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • ৩৯

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুর জেলার হাইমচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রফিক কবিরাজ (১৮)নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রফিক কবিরাজ হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের হাফেজ কবিরাজের একমাত্র ছেলে।

গত ৭ আগস্ট প্রচন্ড জ্বর নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হলে ৯ আগস্ট শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথেই বিকেল ৪টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ হাইমচরে পৌঁছা মাত্রই সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ওই এলাকায় ডেঙ্গু ভয়াবহতার আতংক বিরাজ করছে।

মৃত রফিক কবিরাজের জেঠাতো ভাই ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ জানান, আমার চাচাতো ভাই রফিক কবিরাজকে তীব্র জ্বর নিয়ে গত ৭ আগস্ট চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রফিকের মৃত্যু হয়। তার শরীরের যে রক্তের প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টি ডাক্তাররা আমাদের অবগত করেননি। হঠাৎ করেই বলে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে তাকে ঢাকায় নিতে হবে। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রর নামে প্রতারণা

হাইমচরে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: ০৬:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুর জেলার হাইমচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রফিক কবিরাজ (১৮)নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রফিক কবিরাজ হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের হাফেজ কবিরাজের একমাত্র ছেলে।

গত ৭ আগস্ট প্রচন্ড জ্বর নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হলে ৯ আগস্ট শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথেই বিকেল ৪টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ হাইমচরে পৌঁছা মাত্রই সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ওই এলাকায় ডেঙ্গু ভয়াবহতার আতংক বিরাজ করছে।

মৃত রফিক কবিরাজের জেঠাতো ভাই ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ জানান, আমার চাচাতো ভাই রফিক কবিরাজকে তীব্র জ্বর নিয়ে গত ৭ আগস্ট চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রফিকের মৃত্যু হয়। তার শরীরের যে রক্তের প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টি ডাক্তাররা আমাদের অবগত করেননি। হঠাৎ করেই বলে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে তাকে ঢাকায় নিতে হবে। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।