দুই ভাইয়ের বেফাক মেধাতালিকায় গৌরান্বিত অর্জন

  • আপডেট: ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ০ Views

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি প্রিন্সিপাল এম এ মতিন মজুমদারের দুই ছেলে এক সাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মেধাতালিকায় স্থান লাভ করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁদের শিক্ষালয় জামিয়া বাইতুল করিম, হালিশহর থেকে অংশগ্রহণ করে:

১. হাফেজ মোহাম্মদ মুত্তাকীন মজুমদার — তিনি জমাতে হাশতুম (মুতাওয়াসসিতাহ) বিভাগে অংশগ্রহণ করে সারাদেশে ২৭তম স্থান অর্জন করেন।

২. হাফেজ মোহাম্মদ শিহাব মজুমদার — তিনি ইবতিদায়িয়্যাহ (মোতাফাররকা) বিভাগে সারাদেশে ৫০তম স্থান লাভ করেন।

তাদের এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বেফাকের সহ-সভাপতি এবং চরমোনাই দরবারের পীর, সৈয়দ মুহাম্মদ মুফতি রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেন।

এই অসাধারণ সাফল্যের পেছনে ছিল দুই ভাইয়ের গভীর অধ্যবসায়, চিন্তাশীলতা ও নিরলস পরিশ্রম। তাদের একত্রে এমন সাফল্য একজন পিতার জন্য নিঃসন্দেহে অনির্বচনীয় আনন্দের উৎস।

আমরা তাদের এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে তারা যেন ইসলামী শিক্ষা ও আদর্শে দেশ ও জাতির জন্য অনন্য অবদান রাখতে পারে, সেই দোয়া ও শুভকামনা করি।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

দুই ভাইয়ের বেফাক মেধাতালিকায় গৌরান্বিত অর্জন

আপডেট: ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি প্রিন্সিপাল এম এ মতিন মজুমদারের দুই ছেলে এক সাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মেধাতালিকায় স্থান লাভ করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁদের শিক্ষালয় জামিয়া বাইতুল করিম, হালিশহর থেকে অংশগ্রহণ করে:

১. হাফেজ মোহাম্মদ মুত্তাকীন মজুমদার — তিনি জমাতে হাশতুম (মুতাওয়াসসিতাহ) বিভাগে অংশগ্রহণ করে সারাদেশে ২৭তম স্থান অর্জন করেন।

২. হাফেজ মোহাম্মদ শিহাব মজুমদার — তিনি ইবতিদায়িয়্যাহ (মোতাফাররকা) বিভাগে সারাদেশে ৫০তম স্থান লাভ করেন।

তাদের এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বেফাকের সহ-সভাপতি এবং চরমোনাই দরবারের পীর, সৈয়দ মুহাম্মদ মুফতি রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেন।

এই অসাধারণ সাফল্যের পেছনে ছিল দুই ভাইয়ের গভীর অধ্যবসায়, চিন্তাশীলতা ও নিরলস পরিশ্রম। তাদের একত্রে এমন সাফল্য একজন পিতার জন্য নিঃসন্দেহে অনির্বচনীয় আনন্দের উৎস।

আমরা তাদের এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে তারা যেন ইসলামী শিক্ষা ও আদর্শে দেশ ও জাতির জন্য অনন্য অবদান রাখতে পারে, সেই দোয়া ও শুভকামনা করি।