হাজীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যারা দলের নাম বিক্রয় করে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত দল তাদের দায়িত্ব নেবেনা-ইঞ্জি. মমিনুল হক

হাজীগঞ্জে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্র্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জি. মমিনুল হক।

হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের মাগফেরাত, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় শনিবার (১৫ মার্চ) বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত করেন, শাহরাস্তি গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. মো. রফিকুল ইসলাম। ইফতার-মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্র্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যারা দলের নামে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত আছেন এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তাদের দায়িত্ব আমরা নেবো না, জাতীয়তাবাদী দল নিবেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের কর্মী হিসেবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আপনারা দায়িত্বশীল আচরণ করবেন। আমরা বৈষম্যহীন, শোষন ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই।

তিনি বলেন, ৫ আগস্টের পর হাজীগঞ্জে সিএনজি স্টেনে টোলের নামে সবধরনের চাঁদাবাজী বন্ধ ছিলো। কিন্তু আমি শুনেছি, ৪/৫ দিন আগে টেন্ডার হয়েছে। আমার দলের কিছু ছেলেরা সেই টেন্ডারে অংশগ্রহণ করেছে। আমি যদি হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের ভোটে এমপি হই, তাহলে এসব টেন্ডার ও চাঁদাবাজি চলবেনা।

ইউএনও’র উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বিভিন্ন হাট-বাজারে টেক্স ধরেছেন। এসব টেক্স কি কাজে ব্যবহার করবেন, তা আমি জানিনা। আপনি উপজেলা ও পৌরসভার দায়িত্বে আছেন বলে ড. ইউনুসের চেয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেন। আপনার এ ক্ষমতার প্রয়োগ, কোন অবস্থাতেই যেন সাধারণ মানুষের উপর প্রভাব না পড়ে। এসব টেক্স অশান্তির সৃষ্টি করে এবং বিএনপির নামে চাঁদাবাজীর কথা বলে।

ওসি’র উদ্দেশ্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপির নাম ও পদ-পদবি নিয়ে কোন নেতাকর্মী যদি থানার আঙ্গিনাতে যায় এবং অন্যায় আবদারে বাধ্য করে, তাহলে আপনি তাকে আটক করে জেলে পাঠানোর ব্যবস্থা করবেন। কোন অবস্থাতেই তাদেরকে ছাড় দিবেন না। অনেকে দরবার করে, ডেট দেয় এবং টাকা নেয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি কোন সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।

পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুরর রহমান সেলিম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলালের উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আবু ইউছুফ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, এমএ নাফের শাহ, খোরশেদ আলম ভূট্টো, জামাল উদ্দিন তালুকদার কিরন, ওমর ফারুক টিটু, মোশারফ হোসেন স্বপন, যুবনেতা কাজী জসিম উদ্দিন হুমায়ন কবির সুমন, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরাসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

তরুণীকে গণধর্ষণ, ৪ ছাত্রদল নেতা বহিষ্কার

হাজীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যারা দলের নাম বিক্রয় করে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত দল তাদের দায়িত্ব নেবেনা-ইঞ্জি. মমিনুল হক

আপডেট: ০৫:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের মাগফেরাত, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় শনিবার (১৫ মার্চ) বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত করেন, শাহরাস্তি গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. মো. রফিকুল ইসলাম। ইফতার-মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্র্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যারা দলের নামে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত আছেন এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তাদের দায়িত্ব আমরা নেবো না, জাতীয়তাবাদী দল নিবেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের কর্মী হিসেবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আপনারা দায়িত্বশীল আচরণ করবেন। আমরা বৈষম্যহীন, শোষন ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই।

তিনি বলেন, ৫ আগস্টের পর হাজীগঞ্জে সিএনজি স্টেনে টোলের নামে সবধরনের চাঁদাবাজী বন্ধ ছিলো। কিন্তু আমি শুনেছি, ৪/৫ দিন আগে টেন্ডার হয়েছে। আমার দলের কিছু ছেলেরা সেই টেন্ডারে অংশগ্রহণ করেছে। আমি যদি হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের ভোটে এমপি হই, তাহলে এসব টেন্ডার ও চাঁদাবাজি চলবেনা।

ইউএনও’র উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বিভিন্ন হাট-বাজারে টেক্স ধরেছেন। এসব টেক্স কি কাজে ব্যবহার করবেন, তা আমি জানিনা। আপনি উপজেলা ও পৌরসভার দায়িত্বে আছেন বলে ড. ইউনুসের চেয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেন। আপনার এ ক্ষমতার প্রয়োগ, কোন অবস্থাতেই যেন সাধারণ মানুষের উপর প্রভাব না পড়ে। এসব টেক্স অশান্তির সৃষ্টি করে এবং বিএনপির নামে চাঁদাবাজীর কথা বলে।

ওসি’র উদ্দেশ্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপির নাম ও পদ-পদবি নিয়ে কোন নেতাকর্মী যদি থানার আঙ্গিনাতে যায় এবং অন্যায় আবদারে বাধ্য করে, তাহলে আপনি তাকে আটক করে জেলে পাঠানোর ব্যবস্থা করবেন। কোন অবস্থাতেই তাদেরকে ছাড় দিবেন না। অনেকে দরবার করে, ডেট দেয় এবং টাকা নেয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি কোন সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।

পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুরর রহমান সেলিম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলালের উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আবু ইউছুফ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, এমএ নাফের শাহ, খোরশেদ আলম ভূট্টো, জামাল উদ্দিন তালুকদার কিরন, ওমর ফারুক টিটু, মোশারফ হোসেন স্বপন, যুবনেতা কাজী জসিম উদ্দিন হুমায়ন কবির সুমন, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরাসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।