চাঁদপুরের শাহরাস্তি এলাকার শীর্ষ মাদক কারবারি ও ২১ মামলার আসামি খোরশেদ আলম (৪২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে সেনাবাহিনী ও শাহরাস্তি মডেল থানার আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা এলাকা থেকে খোরশেদ কে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে ২১ টি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সে ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাত ৮ টায় শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী। যার প্রতিবাদে তারা স্থানীয় বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলা কালে খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান এবং ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবেনা মর্মে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন। এ ঘটনার পর পুনরায় মাদক কারবারের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেলে গত ১১ নভেম্বর পুলিশের মাদক বিরোধী একটি অভিযানে খোরশেদ পালিয়ে যেতে সক্ষম হয়।