চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে কিশোরগ্যাংয়ের ১১ সদস্য আটক

চাঁদপুর শহর যেনো কিশোরগ্যাংয়ের আস্থানা। প্রায় সেখানে অভিযানে নেমে আটক করা হচ্ছে কিশোরগ্যাং সদস্যদের। মাদক আর চাঁদাবাজীতে অতিষ্ঠ শহরবাসি। এসব অভিযোগের ভিত্তিতে আবারো কিশোরগ্যাংদের ধরতে অভিযানে নামে যৌথবাহনিী।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করে।

রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোন ধরণের সম্পৃক্ততা না থাকলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে।

এর আগে গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে ৫জন এবং অস্ত্রসহ ৩জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ৩জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে কিশোরগ্যাংয়ের ১১ সদস্য আটক

আপডেট: ১১:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চাঁদপুর শহর যেনো কিশোরগ্যাংয়ের আস্থানা। প্রায় সেখানে অভিযানে নেমে আটক করা হচ্ছে কিশোরগ্যাং সদস্যদের। মাদক আর চাঁদাবাজীতে অতিষ্ঠ শহরবাসি। এসব অভিযোগের ভিত্তিতে আবারো কিশোরগ্যাংদের ধরতে অভিযানে নামে যৌথবাহনিী।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করে।

রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোন ধরণের সম্পৃক্ততা না থাকলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে।

এর আগে গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে ৫জন এবং অস্ত্রসহ ৩জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ৩জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।