বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুরু হতে যাচ্ছে চরমোনাই -এর নমুনায় ৩ দিনের ওয়াজ মাহফিল। এতে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন দেশের খ্যাতনামা বুজুর্গ আলেম ওলামায়ে কেরামগণ।
আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাহফিল বাস্তবায়ন কমিটি মাঠ ব্যবহার এবং মাহফিলের অনুমতিসহ প্রাথমিক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। মাহফিল বাস্তবায়ন কমিটির ধারণা এবারের মাহফিলে প্রায় লক্ষাদিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বুধবার দুপুরে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন ও সদস্য সচিব শেখ মুহাম্মদ জয়নাল আবদীন সরজমিনে মাঠ পরিদর্শনে করেন।
এসময় বাংলাদেশ মুজাহিদ কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদসহ মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন গণমাধ্যমে বলেন, চরমোনাইয়ের নমুনায় চাঁদপুরে বিগত দিনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী ৮,৯ ও ১০ নভেম্বর তিন দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের মেহমান খানা তৈরির কাজ শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে মাহফিলের মূল প্যান্ডেলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে মূল লক্ষ্য হলো দিন ভুলা মানুষদের আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। অর্থাৎ মাহফিল থেকে হেদায়েতের বাণী শুনিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামীন যেন সকলকে হেদায়েতের মত মহামূল্যবান নেয়ামত দান করেন।
তিনি আরো বলেন, এই মাহফিলটা চাঁদপুরবাসীর জন্য একটি নেয়ামত স্বরূপ। সকল শ্রেণী পেশার মানুষ যেন এই মাহফিলে এসে হেদায়েতের মূল্যবান বাণী শুনতে পারেন। বাংলাদেশের খ্যাতনামা বুজুর্গ আলেম- ওলামায়ে কেরামগণ এখানে আসবেন এবং সাধারণ মুসল্লীদের উদ্দেশ্যে হেদায়েতের মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের ধারণা ধারণা এবারের মাহফিলে প্রায় লক্ষাদিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হবে।