উপজেলা প্রশাসনের আয়োজনে

হাজীগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হাজীগঞ্জে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। পাশে সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে’সহ অন্যান্যরা।

হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ২৯ টি পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনাী কাজ করবে। তবে এ ক্ষেত্রে প্রশাসন ও পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

তারা বলেন, গুজবে কান না দিবেন না। আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, এমন কোনো তথ্য ফেসবুকে দেখলে সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি লাইক, কমেন্টস্ ও শেয়ার থেকে বিরত থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে সেনাক্যাম্পে জানাতে হবে। আমরা তাৎখনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যে কোন ধরণের পরিস্থিতি মনিটরিংয়ে প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা চালু থাকবে। প্রতিটি পূজামন্ডপের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রয়োজনীয় মোবাইল নাম্বার ঝুলিয়ে রাখা হবে। এছাড়া মনিটরিং টিম ও ভিজিটিং টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গনি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) মো. ইব্রাহিম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহাদাত হোসাইন ও আব্দুর রহমান, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নীহার রঞ্জন হালদার, নবদূর্গার সভাপতি সঞ্জয় কর্মকার, মুকুন্দসার পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সূত্রধর, আলীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীনেশ কুমার সিংহ, উচ্চগাঁ পূজা উদযাপন পরিষদের পক্ষে শংকর চন্দ্র পাল প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সাধারণ সম্পাদক শ্যামল সাহা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলার ২৯টি পূর্জামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সকালে ‘রিট করে’ বিকেলেই সুর পাল্টালেন সারজিস 

উপজেলা প্রশাসনের আয়োজনে

হাজীগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: ০৯:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ২৯ টি পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনাী কাজ করবে। তবে এ ক্ষেত্রে প্রশাসন ও পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

তারা বলেন, গুজবে কান না দিবেন না। আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, এমন কোনো তথ্য ফেসবুকে দেখলে সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি লাইক, কমেন্টস্ ও শেয়ার থেকে বিরত থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে সেনাক্যাম্পে জানাতে হবে। আমরা তাৎখনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যে কোন ধরণের পরিস্থিতি মনিটরিংয়ে প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা চালু থাকবে। প্রতিটি পূজামন্ডপের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রয়োজনীয় মোবাইল নাম্বার ঝুলিয়ে রাখা হবে। এছাড়া মনিটরিং টিম ও ভিজিটিং টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গনি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) মো. ইব্রাহিম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহাদাত হোসাইন ও আব্দুর রহমান, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নীহার রঞ্জন হালদার, নবদূর্গার সভাপতি সঞ্জয় কর্মকার, মুকুন্দসার পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সূত্রধর, আলীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীনেশ কুমার সিংহ, উচ্চগাঁ পূজা উদযাপন পরিষদের পক্ষে শংকর চন্দ্র পাল প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সাধারণ সম্পাদক শ্যামল সাহা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলার ২৯টি পূর্জামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।