বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর সেকথা মাথায় রেখেই চলতি মাসের মাঝামাঝি ঢাকা সফরের কথা রয়েছে ওয়াশিংটন থেকে একদল মার্কিনির। সূত্রমতে, যার নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়কসহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।
গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ওয়াশিংটন থেকে এটিই হবে প্রথম কোনো মার্কিন সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টার পাশাপাশি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কয়েক বছর ধরে গুরুত্বে থাকছে বাংলাদেশের শ্রম অধিকারের বিষয়টি, সফরেও গুরুত্ব পাবে ইস্যুটি।
এছারাও রোহিঙ্গা সংকট, গণতন্ত্র সুশাসন মানবাধিকারসহ একাধিক বিষয় থাকবে আলোচনায়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের বিষয়টিও গুরুত্ব পাবে। আর এই উচ্চ প্রতিনিধি দলে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুরও থাকার কথা রয়েছে।