সুজন দাস॥
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। নিহত পল্লী চিকিৎসক হারুন অর রশিদ (৬০) বেলচোঁ বাজার পল্লী ক্লিনিক এর স্বত্বাধীকারী। বুধবার বিকেলে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে রামগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি খালি ট্রাকের নিচে ছাপা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন।
পল্লী চিকিৎসক হারুন অর রশিদ সোনাইমুড়ী গ্রামের চৌধুরী বাড়ীর আ. কাদেরের ছেলে। সে স্থানীয় বেলচোঁ আল কাউসার একাডেমির পরিচালক ছিলেন।
সড়ক দূর্ঘটনার পর পরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ। তিনি জানান ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। ড্রাইভার দূর্ঘটনার পর পরই পালিয়ে গেছে।
শিরোনাম:
হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
Tag :
সর্বাধিক পঠিত