হাজীগঞ্জে পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদহে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

  • আপডেট: ০৯:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৬৯

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি-নতুনেরকথা

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবির হোসেন (৬) শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মিজি বাড়ি সংলগ্ন পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। মারা যাওয়া শিশু ওই বাড়ির প্রবাসী মো. ইয়াকুব হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা বারোটার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আসে আবির হোসেন। এরপর নিজ বাড়ির অন্যান্য শিশুদের সাথে মাঠে ফুটবল খেলা শেষে সে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এসময় বাড়ির এক চাচা তাকে দেখতে পেয়ে পুকুরে নামতে নিষেধ করে তিনি চলে যান। কিছুক্ষণ পর তিনি পুকুরে গোসল করতে এসে দেখেন শিশুটির জুতা পানিতে ভাসছে।

এরপর ওই চাচা বাড়িতে গিয়ে আবিরের খোঁজ নেন। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা পুকুরে নেমে শিশু আবিরকে খুঁজতে থাকেন। র্দীঘক্ষণ ধরে শিশুটির খোঁজ না পাওয়ায় হাজীগঞ্জ ফায়ার স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, চাঁদপুর নদীবন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে প্রায় আধাঘন্টা তল্লাশি চালিয়ে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জে পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদহে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

আপডেট: ০৯:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবির হোসেন (৬) শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মিজি বাড়ি সংলগ্ন পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। মারা যাওয়া শিশু ওই বাড়ির প্রবাসী মো. ইয়াকুব হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা বারোটার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আসে আবির হোসেন। এরপর নিজ বাড়ির অন্যান্য শিশুদের সাথে মাঠে ফুটবল খেলা শেষে সে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এসময় বাড়ির এক চাচা তাকে দেখতে পেয়ে পুকুরে নামতে নিষেধ করে তিনি চলে যান। কিছুক্ষণ পর তিনি পুকুরে গোসল করতে এসে দেখেন শিশুটির জুতা পানিতে ভাসছে।

এরপর ওই চাচা বাড়িতে গিয়ে আবিরের খোঁজ নেন। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা পুকুরে নেমে শিশু আবিরকে খুঁজতে থাকেন। র্দীঘক্ষণ ধরে শিশুটির খোঁজ না পাওয়ায় হাজীগঞ্জ ফায়ার স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, চাঁদপুর নদীবন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে প্রায় আধাঘন্টা তল্লাশি চালিয়ে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।