চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবায় মিলল কইতরের নেছা (৮৫) নামের এক বৃদ্ধার মরদেহ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের কাজি বাড়ির পাশের ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত কালা মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধা কইতরের নেছা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকাল-বিকাল ও রাত-বিরাতে ঘর থেকে বের হতেন। গতকাল বুধবার বিকাল থেকে তাকে খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন। এরপর নিকট আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে রাতভর মাইকিং করা হয়।
পরে আজ (বৃহস্পতিবার) দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় কইতরের নেছাকে ভাসমান অবৃস্থায় দেখতে পায় স্থানীয়রা। ওই ডোবায় বর্ষার পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবু নছর নিপু ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশি হেফাজতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, দুপুরে ডোবায় স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মারদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।