২০২৩-২০২৪ অর্থ বছরে হাজীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল প্রনোদনা, খরিপ-২ মৌসুমে রোপা আমন প্রনোদনা, সম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল/প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন প্রনোদনার বিতরণের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বুধবার সকালে তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে কৃষকদের মাঝে নারকেলের চারা, বীর ও সার প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কামাল হোসেন পাটওয়ারি, চন্দন কুমার দাস, অমিত রতন দে, রুহুল আমিন, পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মুন্সি, শাহআলম প্রমূখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে কৃষকদের মাঝে নারকেলের চারা, বীজ ও সার প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন।