চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট: ০৪:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ০ Views

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি রাবেয়া আকতার হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির ভোট বর্জন নির্দেশানা না মেনে রাবেয়া আকতার হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।

রাবেয়া আকতার এর পূর্বেও একবার হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ার‌ম্যান নির্বাচিত হয়েছিলেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩ হাজার ৮৮৫ ভোট বেশি পেয়ে রাবেয়া আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রুবি আক্তার পেয়েছেন ২৪ হাজার ১৯৯ ভোট।

এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ হাজার ৫১৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী। তিনি আনারস প্রতীকে ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (নির্বাচনে দাড়ানোর কারণে বহিস্কৃত) ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার রানা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আপডেট: ০৪:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি রাবেয়া আকতার হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির ভোট বর্জন নির্দেশানা না মেনে রাবেয়া আকতার হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।

রাবেয়া আকতার এর পূর্বেও একবার হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ার‌ম্যান নির্বাচিত হয়েছিলেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩ হাজার ৮৮৫ ভোট বেশি পেয়ে রাবেয়া আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রুবি আক্তার পেয়েছেন ২৪ হাজার ১৯৯ ভোট।

এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ হাজার ৫১৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী। তিনি আনারস প্রতীকে ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (নির্বাচনে দাড়ানোর কারণে বহিস্কৃত) ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার রানা পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।