চাঁদপুর লঞ্চ ঘাটের যাত্রীদের সুরক্ষা ও চলাচল নির্ভিঘ্ন রাখেতে চাঁদপুর নৌ থানা পুলিশ লঞ্চ টার্মিনাল এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
অভিযানে ধারবাহিকতায় সিএনজি চালিত অটোরিকশা চালকরা যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, লঞ্চের চালক ও স্টাফদের বিভিন্নভাবে বিরক্ত করায় ৭ জন সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
চাঁদপুর নৌ থানার প্রেসনোট থেকে জানা যায়, বিগত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মোঃ ইসমাইল আকন (৩৫), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাদি ইউনিয়নের রাহাত (২১), হাসনাত গাজী (৩২), চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কবরস্থান এলাকার মোঃ জমিরউদ্দিন বেপারী (৩৫), চাঁদপুর সদরে উপজেলার দোকান ঘর এলাকার আক্তার হোসেন মিন্টু (৪৮), চাঁদপুর পৌরসভার ওয়ার্ডের উত্তর ইচুলি এলাকার মোঃ সজিব (২৬) ও চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শ্রীরামদী এলাকার মোঃ সোলেমান (৩৫) আটক করা হয়।
আটকের বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আটক ৭ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।