সাইদ হোসেন অপু চৌধুরী:
চাঁদপুর সদর হাসপাতালের নতুন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেছেন ডা.নাজমুল হাসান রাজু।
যোগদানের পর আরএমও পদে বরণ করে নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান। ডা.নাজমুল হাসান রাজু ৩৩তম বিসিএস এ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন।
চাঁদপুর সরকারি হাসতালে যোগদানের পূর্বে ডা.নাজমুল হাসান রাজু অত্যন্ত কর্তব্যনিষ্ঠার সাথে ফেনী জেলা কারা হাসপাতালে মেডিকেল অফিসার ও ফেনী ড্রাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কর্মরত ছিলেন। পরে তিনি ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতাল আরএমও পদে যোগদান করেন।
নবাগত আরএমও ডা.নাজমুল হাসান রাজু বলেন, আমি যোগদান করার সাথে সাথেই সুনামের সহিত কাজ করার চেষ্টা করবো। চাঁদপুর সরকারি হাসপাতালের উন্নয়ন কল্পে যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবো। হাসপাতালে চিকিৎসেবা বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্ন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, দালালমুক্তসহ অন্যান্য কার্যক্রমে ব্যবস্থা গ্রহন করবো। আমি আমার সবটুকু আন্তরিকতা, মমতা, ভালোবাসা, পরিশ্রম দিয়ে যাতে আমার নতুন কর্মস্থলে কাজ করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’