শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’কে বাংলার ছাঁচে ফেলে-শ্রাবন্তীর

  • আপডেট: ০৯:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১০২

উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’কে বাংলার ছাঁচে ফেলে মাস কয়েক আগেই ‘মায়া’ তৈরি করেছেন রাজর্ষি দে। এবার টালিপাড়ার হট নিউজ— শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেটের বাঙালি অ্যাডপশন তৈরিতে মন দিয়েছেন পরিচালক।

বাংলার রঙ্গমঞ্চে এর আগে হ্যামলেটকে তুলে ধরেছেন ব্রাত্য বসু। সিনেমার পর্দাতেও প্রথম নয়, আগে অঞ্জন দত্ত পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে ‘হেমন্ত’ (২০১৬) তৈরি করেছেন। হিন্দিতে বিশাল ভরদ্বাজ হ্যামলেটকে ‘হায়দার’ রূপে পেশ করেছেন।

ব্রাত্য বসুর নাটক ‘হেমলাট: দ্য প্রিন্স অফ গরানহাটা’কে এবার বড়পর্দায় নিয়ে আসছেন রাজর্ষি। উত্তর কলকাতার প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। আর হ্যামলেটের প্রেয়সী ওফেলিয়ার ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। রাজা ক্লদিয়াস অর্থাৎ হ্যামলেটের কাকার চরিত্রে অভিনয় করতে পারেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

পরিচালক ওটিটি প্লেকে জানান, শীতের উত্তর কলকাতাকে পর্দায় ধরতে চান তিনি। তাই ডিসেম্বরেই শুরু হবে শুটিং। আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, শুধু নির্মাতাদের সঙ্গে ব্রাত্য দার (বসু) নাটক সমগ্রর প্রকাশকের চুক্তি সই হওয়া বাকি রয়েছে।

আরও পড়ুন: পুরনো প্রেমিকের বাড়িতে সারা, প্রেম কি জোড়া লাগছে?

এর আগেও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা মিলেছে শ্রাবন্তীর। অভিমন্যু মুখোপাধ্যায়ের টেকোতে (২০১৯) একসঙ্গে কাজ করেছিলেন তারা।

Tag :
সর্বাধিক পঠিত

ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হাজীগঞ্জের মাহবুব আলম ২ দিনের রিমান্ডে

শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’কে বাংলার ছাঁচে ফেলে-শ্রাবন্তীর

আপডেট: ০৯:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’কে বাংলার ছাঁচে ফেলে মাস কয়েক আগেই ‘মায়া’ তৈরি করেছেন রাজর্ষি দে। এবার টালিপাড়ার হট নিউজ— শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেটের বাঙালি অ্যাডপশন তৈরিতে মন দিয়েছেন পরিচালক।

বাংলার রঙ্গমঞ্চে এর আগে হ্যামলেটকে তুলে ধরেছেন ব্রাত্য বসু। সিনেমার পর্দাতেও প্রথম নয়, আগে অঞ্জন দত্ত পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে ‘হেমন্ত’ (২০১৬) তৈরি করেছেন। হিন্দিতে বিশাল ভরদ্বাজ হ্যামলেটকে ‘হায়দার’ রূপে পেশ করেছেন।

ব্রাত্য বসুর নাটক ‘হেমলাট: দ্য প্রিন্স অফ গরানহাটা’কে এবার বড়পর্দায় নিয়ে আসছেন রাজর্ষি। উত্তর কলকাতার প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। আর হ্যামলেটের প্রেয়সী ওফেলিয়ার ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। রাজা ক্লদিয়াস অর্থাৎ হ্যামলেটের কাকার চরিত্রে অভিনয় করতে পারেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

পরিচালক ওটিটি প্লেকে জানান, শীতের উত্তর কলকাতাকে পর্দায় ধরতে চান তিনি। তাই ডিসেম্বরেই শুরু হবে শুটিং। আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, শুধু নির্মাতাদের সঙ্গে ব্রাত্য দার (বসু) নাটক সমগ্রর প্রকাশকের চুক্তি সই হওয়া বাকি রয়েছে।

আরও পড়ুন: পুরনো প্রেমিকের বাড়িতে সারা, প্রেম কি জোড়া লাগছে?

এর আগেও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা মিলেছে শ্রাবন্তীর। অভিমন্যু মুখোপাধ্যায়ের টেকোতে (২০১৯) একসঙ্গে কাজ করেছিলেন তারা।