চাঁদপুরে মাদরাসাছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. হাসান মিয়া নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঢাকা ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান মিয়া শাহরাস্তি উপজেলার পরানপুর পাঁচ আনী গ্রামের মো. মনু মিয়ার ছেলে।
জানা যায়, গত ১৪ আগস্ট ভুক্তভোগী মাদরাসাছাত্রীকে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে প্রেমের সম্পর্কের জেরে ঢাকা ডেমরায় তুলে নিয়ে যান ঐ যুবক। এরপর তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার ঐ মাদরাসাছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একইদিন রাতে প্রযুক্তির মাধ্যমে ও র্যাবের সহায়তায় ঢাকা ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানায়, বুধবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।