চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩ তারিখ রাত ২১৪৫ থেকে ২২৪৫ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা গামী মিতালী লঞ্চে ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে ০৫ টি প্যাকেট এ মোটঃ ১০ কেজি গাঁজা জব্দ করা হয় ও মাদক ব্যাবসায়ী মোঃ জানু মিয়া-৩৫ (গ্রামঃ উত্তর জগতসার পোঃ পাগাচন চানপুর থানাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদক (গাঁজা) চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।