চাঁদপুরে বিএনপির পদযাত্রায় নেতা-কর্মীদের ঢল

  • আপডেট: ০৯:১৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ৩১

ছবি-নতুনেরকথা।

মো. সিয়াম: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির আয়োজনে চিত্রলেখা মোড় হাজী মহসিন সড়ক এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সেখানে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরাও যোগ দেন।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট, বাইতুল আমিন রেলওয়ে মসজিদ ত্বর, কোর্টস্টেশন, কালীবাড়ি মোড়, জেএন সেনগুপ্ত রোড, জোড়পুকুর পাড় হয়ে মেথারোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এই পদযাত্রার মধ্য দিয়েই সরকার পতন আন্দলোন আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। এটা প্রাথমিক কর্মসূচি। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম, কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবু আনোয়ার বাবলু, সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল প্রমূখ।

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী’র সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম

চাঁদপুরে বিএনপির পদযাত্রায় নেতা-কর্মীদের ঢল

আপডেট: ০৯:১৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

মো. সিয়াম: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির আয়োজনে চিত্রলেখা মোড় হাজী মহসিন সড়ক এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সেখানে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরাও যোগ দেন।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট, বাইতুল আমিন রেলওয়ে মসজিদ ত্বর, কোর্টস্টেশন, কালীবাড়ি মোড়, জেএন সেনগুপ্ত রোড, জোড়পুকুর পাড় হয়ে মেথারোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এই পদযাত্রার মধ্য দিয়েই সরকার পতন আন্দলোন আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। এটা প্রাথমিক কর্মসূচি। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম, কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবু আনোয়ার বাবলু, সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল প্রমূখ।