উত্তেজণার মধ্যেই হরমুজ প্রাণালিতে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান

  • আপডেট: ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ২৭

ছবি-সংগৃহিত।

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েই চলেছে। যার দরুণ ইরান তাদের স্বার্থে ব্যাঘাত ঘটায় ২টি তেলের ট্যাংকার আটক করেছে। এবার উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের হাত থেকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এতে দুই দেশের মধ্যে আরো বাড়ছে উত্তেজনা। এ ঘটনায় হুশিয়ারি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর এপির।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ পাঠাবে। এক সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকায় টহল দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরান প্রণালির কাছে দুটি তেল ট্যাংকার আটক করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ বৃদ্ধি পেয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকতা বলেন, এফ-১৬ যুদ্ধবিমান ওই জলফপ ব্যবহারকারী জাহাজগুলোকে আকাশপথে পাহারা দেবে। এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর দৃশ্যমানতা বৃদ্ধি করবে।

মার্কিন নৌবাহিনী বলেছে, সাম্প্রতিক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছলে ইরানি নৌযানগুলো পিছু হটে।

প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের আরও বলেন, সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সামরিক বিকল্প বিবেচনা করছে। তবে কর্মকর্তা বিকল্পগুলো বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন।

যদিও তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অঞ্চল ছাড়বে না এবং আইএস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সিরিয়ার পশ্চিম অংশে উড়তে থাকবে।

ইরানের হরমুজ প্রাণালিতে যুদ্ধ জাহাজ পাঠালে উভয় দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা। কারণ আমেরিকার স্বার্থে আঘাত হানলে আমেরিকা অবশ্যই ইরানের উপর হামলা করবে। এ হামলায় পাশে পাবে মুসলিমদের চিরশত্রু ইসরায়েলকে।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

উত্তেজণার মধ্যেই হরমুজ প্রাণালিতে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান

আপডেট: ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েই চলেছে। যার দরুণ ইরান তাদের স্বার্থে ব্যাঘাত ঘটায় ২টি তেলের ট্যাংকার আটক করেছে। এবার উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের হাত থেকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এতে দুই দেশের মধ্যে আরো বাড়ছে উত্তেজনা। এ ঘটনায় হুশিয়ারি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর এপির।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ পাঠাবে। এক সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকায় টহল দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরান প্রণালির কাছে দুটি তেল ট্যাংকার আটক করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ বৃদ্ধি পেয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকতা বলেন, এফ-১৬ যুদ্ধবিমান ওই জলফপ ব্যবহারকারী জাহাজগুলোকে আকাশপথে পাহারা দেবে। এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর দৃশ্যমানতা বৃদ্ধি করবে।

মার্কিন নৌবাহিনী বলেছে, সাম্প্রতিক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছলে ইরানি নৌযানগুলো পিছু হটে।

প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের আরও বলেন, সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সামরিক বিকল্প বিবেচনা করছে। তবে কর্মকর্তা বিকল্পগুলো বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন।

যদিও তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অঞ্চল ছাড়বে না এবং আইএস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সিরিয়ার পশ্চিম অংশে উড়তে থাকবে।

ইরানের হরমুজ প্রাণালিতে যুদ্ধ জাহাজ পাঠালে উভয় দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা। কারণ আমেরিকার স্বার্থে আঘাত হানলে আমেরিকা অবশ্যই ইরানের উপর হামলা করবে। এ হামলায় পাশে পাবে মুসলিমদের চিরশত্রু ইসরায়েলকে।