চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ ৪জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন-গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকার বালু ব্যবসায়ী আবুল কালাম পাঠান (কালু), ড্রেজার শ্রমিক মো. নুরুজ্জামান, সাকিল খান ও মিজান বেপারী।
বিষয়টি নিশ্চত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ড্রেজার দিয়ে মাটি কাটার সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ড্রেজারটি নৌ থানা হেফাজতে রয়েছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।