আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

  • আপডেট: ১১:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ৪০

ছবি-নতুনেরকথা।

আগামী বছর পূর্ণ সিলেবাসে নয়, তা পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসের ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাসাবাড়িতে ছাদে ফুলের টবে বা কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ওসি মো. মুহসীন আলম প্রমুখ।

এর পর প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Tag :
সর্বাধিক পঠিত

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না-রিজভী

আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট: ১১:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

আগামী বছর পূর্ণ সিলেবাসে নয়, তা পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসের ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাসাবাড়িতে ছাদে ফুলের টবে বা কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ওসি মো. মুহসীন আলম প্রমুখ।

এর পর প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।