বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন’ এ স্লোগান নিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সাকিব হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এস মোসা, বেসরকারি কারা পরিদর্শক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াওউপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন হাসনা আক্তার ও বৃষ্টি পোদ্দার। আলোচনা সভার শুরুতে সেরা আইনজীবীদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো এবং অ্যাড. নুরুল হক কমল।