পঞ্চমবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ থানার মো. রেজাউল করিম মামুন। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদের কাছ থেকে সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন।
জানা গেছে, হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম মামুন তার কর্মদক্ষতার সাথে আগস্ট-২০২২ইং মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। এ নিয়ে তিনি চাঁদপুরে দ্বায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে পঞ্চমবার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এক প্রতিক্রিয়ায় মো. রেজাউল করিম মামুন ভবিষ্যতে তার দায়িত্ব পালনকালীন সময়ে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।