বিশেষ প্রতিনিধি॥
চাঁদপুরের মতলব দণি উপজেলার ৩নম্বর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া মার্কা মো. ইকবাল হোসেন ৬ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় নির্বাচনী ফলাফল জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু জাহের ভুঁইয়া।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর নৌকা মার্কা পেয়েছেন ৪ হাজার ৮শ’ ৪১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদশের প্রার্থী শরিফুল ইসলাম সুজন হাত পাখা মার্কা পেয়েছে ১হাজার ৩শ’ ৬৪ ভোট।
নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ২৮জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। পরিবেশ খুবই সন্তোষজনক ছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। সকলের সহযোগিতায় এই ইউনিয়নে একটি সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে।