চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের নতুন গভনর্নিংবডির সভা হয়েছে। শুক্রবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও কলেজ গভনর্নিংবডির সভাপতি মো: গোলাম হোসেন।
কলেজ অধ্যক্ষ মো: শহীদুল ইসলামের পরিচালনায় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অভিভাবক সদস্য হোসাইন আহম্মদ (খালেকুজ্জামান শামীম) আবদুল মান্নান, আবদুর রহিম, দাতা সদস্য হাজী হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম, সুভ্রত সূত্রধর, সুফিয়া আক্তার।
এসময় ইংরেজী বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন।
সভায় এইচএসসি পরিক্ষাসহ কলেজে উন্নয়ন ও শিক্ষার মান উন্নায়নে বিস্তারিত আলোচনা হয়।