মাদক মুক্ত সমাজ গঠণে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

  • আপডেট: ০৫:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ৩৮

প্রতিনিধির পাঠানো ছবি।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদেরকে শুধু বক্তব্যে মাদকমুক্ত সমাজ চাই বললে হবে না। বাস্তবে মাদককে নির্মুল করতে হবে।

মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় পাড়া মহল্লার মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ কে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। সন্তানের প্রতি পিতা-মাতার পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্হা গড়ে তুলতে হবে। নিজেকে আগে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে।

২০ জুন সোমবার সকাল ১১ টায়, চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, কর্মশালা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) পরিচালক মোহাম্মদ আবদুল হাই পিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, এন এস আই ডিডি আরমান আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, রাজনিতিবীদ, সাংবাদিক, সহ অন্যন্নরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মুলে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

মাদক মুক্ত সমাজ গঠণে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

আপডেট: ০৫:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদেরকে শুধু বক্তব্যে মাদকমুক্ত সমাজ চাই বললে হবে না। বাস্তবে মাদককে নির্মুল করতে হবে।

মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় পাড়া মহল্লার মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ কে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। সন্তানের প্রতি পিতা-মাতার পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্হা গড়ে তুলতে হবে। নিজেকে আগে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে।

২০ জুন সোমবার সকাল ১১ টায়, চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, কর্মশালা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) পরিচালক মোহাম্মদ আবদুল হাই পিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, এন এস আই ডিডি আরমান আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, রাজনিতিবীদ, সাংবাদিক, সহ অন্যন্নরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মুলে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন।