ভারতের ইতিহাসে প্রথম নিজেকে নিজে বিয়ে করছে তরুণী

  • আপডেট: ০২:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
  • ২৬

ভারতের স্ববিবাহ করা সম্ভবত প্রথম নারী হতে যাচ্ছেন ক্ষমা বিন্দু। ছবি: ইন্সটাগ্রাম

ক্ষমা বিন্দু বিয়ের দিন লাল বিয়ের পোশাকে সজ্জিত হবেন, হাতে দেবেন মেহেদি এবং সিঁথিতে সিঁদুর দিয়ে নববধূ হিসেবে পবিত্র আগুনের চারপাশে সাতবার প্রদক্ষিণ করবেন। অর্থাৎ সব বৈবাহিক আচার ও রীতিনীতি তিনি পালন করবেন।

স্ববিবাহ, এমন এক বিয়ের অনুষ্ঠান যেখানে একজন মানুষ নিজেকেই বিয়ে করেন। গত কয়েক বছরে পশ্চিমে এ ধরনের বিয়ের প্রবণতা দেখা গেছে। সম্ভবত ভারতে প্রথমবারের মত এমনটা হতে যাচ্ছে।

গুজরাটের পশ্চিম রাজ্যের ভাদোদোরা শহরের একটি মন্দিরে ১১ জুন সন্ধ্যায় ২৪ বছর বয়সী ক্ষমা বিন্দু ঐতিহ্যবাহী হিন্দু বিয়ের রীতিতেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন।

ক্ষমা বিন্দু সেদিন বিয়ের লাল পোশাকে সজ্জিত হবেন, হাতে দেবেন মেহেদি এবং সিঁথিতে সিঁদুর দিয়ে নববধূ হিসেবে পবিত্র আগুনের চারপাশে সাতবার প্রদক্ষিণ করবেন। অর্থাৎ সব বৈবাহিক আচার ও রীতিনীতি তিনি পালন করবেন।

শুধু বিয়েই নয়, হলুদের মতো প্রাকবিবাহের আচারও তার বিয়েতে পালিত হবে, যেখানে কনেকে হলুদ লাগানো হবে, সংগীত বাজতে থাকবে। এমনকি বিয়ের পর দুই সপ্তাহের হানিমুনে গোয়া যাবেন তিনি।

এর প্রতিটি উদযাপনের একমাত্র অনুপস্থিত উপাদানটি হবে একটি বর। কারণ বিন্দু নামের এই ভারতীয় নারী নিজেকেই বিয়ে করতে যাচ্ছেন। যা সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম স্ববিবাহের ঘটনা।

নিজেকে বিয়ে করা নিয়ে বিন্দু বলেছেন, তিনি আত্মপ্রেমে জীবন উৎসর্গ করবেন।

তার মতে স্ববিবাহ হলো নিজের জন্য এক জীবনধারা, জীবিকা বেছে নেয়ার প্রতিশ্রুতি। যা একজন ব্যক্তিকে সবচেয়ে জীবন্ত, সুন্দর ও গভীরভাবে সুখী ব্যক্তিতে পরিণত করবে।

বিন্দুর সৌভাগ্য যে তিনি এমন পরিবারে বেড়ে উঠেছেন, যে পরিবার নতুন কিছু গ্রহণ করতে আপত্তি করে না। এরই মধ্যে তার পরিবার তাকে আশীর্বাদ দিয়েছেন। তার বন্ধুবান্ধবও বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন।

বিন্দু জানান, তার মা বিন্দুর স্ববিবাহ নিয়ে বলেছেন, যতক্ষণ এটি আমাকে খুশি করবে, ততক্ষণ এতে তাদের আপত্তি নেই।

নিজেকে বিয়ে করার ধারণাটি প্রথম আসে আমেরিকান সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ থেকে। টেলিভিশন সিরিজের জনপ্রিয় চরিত্র ক্যারি ব্র্যাডশো প্রথম এটি তুলে ধরেছিলেন। কিন্তু সেটা ছিল নিছক কমেডি সিরিজ।

এরপর এমন স্ববিবাহের ঘটনা বিশ্বে শত শত ঘটেছে। এর বেশির ভাগই ছিলেন অবিবাহিত নারী। নববধূরা আদিম বিবাহের গাউন পরে হেঁটেছেন, একটি ফুলের তোড়া নিয়ে হেঁটেছেন। কখনও কখনও পরিবার ও বন্ধুরাও তাদের উৎসাহ দিয়েছেন।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গালেরা নিজেকে বিয়ে করার তিন মাস পরে আবার নিজেকে তালাকও দিয়েছিলেন। কারণ তার থেকেও অসাধারণ কাউকে খুঁজে পেয়েছিলেন। ফলে নিজের সঙ্গে নিজের বিয়ের বিচ্ছেদ তাকে করতেই হয়।

এরপরেও বলতে হবে শত শত স্ববিবাহের মধ্যেও বিন্দুর স্ববিবাহের ঘটনা বিশেষ কিছু। কারণ তিনিই প্রথম ব্যক্তি, যিনি নিজেকে নিজে বিয়ে করার জন্য পবিত্র আগুনের চারপাশে সাতবার ঘুরবেন।

তবে মনোবিশেষজ্ঞরা স্ববিবাহের ক্ষেত্রে একমত হতে পারছেন না।

চন্ডীগড় শহরের পিজিআইএমইআর হাসপাতালের সাবেক ডিন ও মনোবিজ্ঞানের অধ্যাপক ডা. সবিতা মালহোত্রা বলেন, ‘আমার কাছে এটি খুব অদ্ভূত ধারণা মনে হচ্ছে।

‘প্রত্যেকেরই স্ব-প্রেম আছে। আত্ম-ভালোবাসা প্রদর্শনের জন্য আপনাকে এটি ভেঙে ফেলতে বা কোনো প্রতিরূপ তৈরি করতে হবে না। এটি আমাদের সবার অভ্যন্তরীণ ব্যাপার। বিয়ে হলো দুটি সত্তাকে একত্রিত করা। ’

ক্ষমা বিন্দুর স্ববিবাহ নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ বিন্দুর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অনেক নেটিজেন মনে করছেন, তিনি অনেকের অনুপ্রেরণা হবেন।

তবে অনেকেই একাকিত্বের ধারণার বিষয়ে একমত হতে পারছেন না। টুইটারে একজন নারী বলছেন, যদি অন্য কেউ জড়িত না থাকে তবে বিয়ের দরকার কী ছিল। অন্য আরেকজন বলছেন, তার ধারণা বিন্দু পারিবারিক দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এ খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ তাকে সাধুবাদ জানিয়েছেন যে তিনি অনেকের কাছে অনুপ্রেরণা হবেন, কিন্তু বেশির ভাগ লোকই কেবল একাকিত্বের ধারণাটিকে ঘিরে তাদের মাথা গুটিয়ে নেয়ার চেষ্টা করেছিল।

কেউ কেউ স্ববিবাহকে একটি উদ্ভট ও দুঃখজনক কাজ বলে সমালোচনা করছেন। অনেকে এ ঘটনার জন্য দীর্ঘস্থায়ী নার্সিসিজমকেই দায়ী করছেন।

তবে বিন্দু বলছেন, তার সমালোচকদের কেবল একটি কথাই তার বলার আছে। আমি যাকে চাই তাকেই বিয়ে করব। এটা আমার সিদ্ধান্ত, আমি বিয়ে করতে পারি একজন পুরুষ বা নারী বা নিজেকে। নিজেকে বিয়ে করার মাধ্যমে আমি একাকিত্বকে স্বাভাবিক করতে চাই। আমি সবাইকে বলতে চাই, আপনি একাই পৃথিবীতে আসেন, একাই পৃথিবী ছেড়ে চলে যান। তাহলে আপনার থেকে কে আপনাকে বেশি ভালোবাসতে পারে? আপনি যদি পড়ে যান তবে আপনার নিজেকেই আপনাকে তুলতে হবে।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে ৪’শ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ম্যারাথন প্রতিযোগিতা

ভারতের ইতিহাসে প্রথম নিজেকে নিজে বিয়ে করছে তরুণী

আপডেট: ০২:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২

ক্ষমা বিন্দু বিয়ের দিন লাল বিয়ের পোশাকে সজ্জিত হবেন, হাতে দেবেন মেহেদি এবং সিঁথিতে সিঁদুর দিয়ে নববধূ হিসেবে পবিত্র আগুনের চারপাশে সাতবার প্রদক্ষিণ করবেন। অর্থাৎ সব বৈবাহিক আচার ও রীতিনীতি তিনি পালন করবেন।

স্ববিবাহ, এমন এক বিয়ের অনুষ্ঠান যেখানে একজন মানুষ নিজেকেই বিয়ে করেন। গত কয়েক বছরে পশ্চিমে এ ধরনের বিয়ের প্রবণতা দেখা গেছে। সম্ভবত ভারতে প্রথমবারের মত এমনটা হতে যাচ্ছে।

গুজরাটের পশ্চিম রাজ্যের ভাদোদোরা শহরের একটি মন্দিরে ১১ জুন সন্ধ্যায় ২৪ বছর বয়সী ক্ষমা বিন্দু ঐতিহ্যবাহী হিন্দু বিয়ের রীতিতেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন।

ক্ষমা বিন্দু সেদিন বিয়ের লাল পোশাকে সজ্জিত হবেন, হাতে দেবেন মেহেদি এবং সিঁথিতে সিঁদুর দিয়ে নববধূ হিসেবে পবিত্র আগুনের চারপাশে সাতবার প্রদক্ষিণ করবেন। অর্থাৎ সব বৈবাহিক আচার ও রীতিনীতি তিনি পালন করবেন।

শুধু বিয়েই নয়, হলুদের মতো প্রাকবিবাহের আচারও তার বিয়েতে পালিত হবে, যেখানে কনেকে হলুদ লাগানো হবে, সংগীত বাজতে থাকবে। এমনকি বিয়ের পর দুই সপ্তাহের হানিমুনে গোয়া যাবেন তিনি।

এর প্রতিটি উদযাপনের একমাত্র অনুপস্থিত উপাদানটি হবে একটি বর। কারণ বিন্দু নামের এই ভারতীয় নারী নিজেকেই বিয়ে করতে যাচ্ছেন। যা সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম স্ববিবাহের ঘটনা।

নিজেকে বিয়ে করা নিয়ে বিন্দু বলেছেন, তিনি আত্মপ্রেমে জীবন উৎসর্গ করবেন।

তার মতে স্ববিবাহ হলো নিজের জন্য এক জীবনধারা, জীবিকা বেছে নেয়ার প্রতিশ্রুতি। যা একজন ব্যক্তিকে সবচেয়ে জীবন্ত, সুন্দর ও গভীরভাবে সুখী ব্যক্তিতে পরিণত করবে।

বিন্দুর সৌভাগ্য যে তিনি এমন পরিবারে বেড়ে উঠেছেন, যে পরিবার নতুন কিছু গ্রহণ করতে আপত্তি করে না। এরই মধ্যে তার পরিবার তাকে আশীর্বাদ দিয়েছেন। তার বন্ধুবান্ধবও বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন।

বিন্দু জানান, তার মা বিন্দুর স্ববিবাহ নিয়ে বলেছেন, যতক্ষণ এটি আমাকে খুশি করবে, ততক্ষণ এতে তাদের আপত্তি নেই।

নিজেকে বিয়ে করার ধারণাটি প্রথম আসে আমেরিকান সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ থেকে। টেলিভিশন সিরিজের জনপ্রিয় চরিত্র ক্যারি ব্র্যাডশো প্রথম এটি তুলে ধরেছিলেন। কিন্তু সেটা ছিল নিছক কমেডি সিরিজ।

এরপর এমন স্ববিবাহের ঘটনা বিশ্বে শত শত ঘটেছে। এর বেশির ভাগই ছিলেন অবিবাহিত নারী। নববধূরা আদিম বিবাহের গাউন পরে হেঁটেছেন, একটি ফুলের তোড়া নিয়ে হেঁটেছেন। কখনও কখনও পরিবার ও বন্ধুরাও তাদের উৎসাহ দিয়েছেন।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ক্রিস গালেরা নিজেকে বিয়ে করার তিন মাস পরে আবার নিজেকে তালাকও দিয়েছিলেন। কারণ তার থেকেও অসাধারণ কাউকে খুঁজে পেয়েছিলেন। ফলে নিজের সঙ্গে নিজের বিয়ের বিচ্ছেদ তাকে করতেই হয়।

এরপরেও বলতে হবে শত শত স্ববিবাহের মধ্যেও বিন্দুর স্ববিবাহের ঘটনা বিশেষ কিছু। কারণ তিনিই প্রথম ব্যক্তি, যিনি নিজেকে নিজে বিয়ে করার জন্য পবিত্র আগুনের চারপাশে সাতবার ঘুরবেন।

তবে মনোবিশেষজ্ঞরা স্ববিবাহের ক্ষেত্রে একমত হতে পারছেন না।

চন্ডীগড় শহরের পিজিআইএমইআর হাসপাতালের সাবেক ডিন ও মনোবিজ্ঞানের অধ্যাপক ডা. সবিতা মালহোত্রা বলেন, ‘আমার কাছে এটি খুব অদ্ভূত ধারণা মনে হচ্ছে।

‘প্রত্যেকেরই স্ব-প্রেম আছে। আত্ম-ভালোবাসা প্রদর্শনের জন্য আপনাকে এটি ভেঙে ফেলতে বা কোনো প্রতিরূপ তৈরি করতে হবে না। এটি আমাদের সবার অভ্যন্তরীণ ব্যাপার। বিয়ে হলো দুটি সত্তাকে একত্রিত করা। ’

ক্ষমা বিন্দুর স্ববিবাহ নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ বিন্দুর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অনেক নেটিজেন মনে করছেন, তিনি অনেকের অনুপ্রেরণা হবেন।

তবে অনেকেই একাকিত্বের ধারণার বিষয়ে একমত হতে পারছেন না। টুইটারে একজন নারী বলছেন, যদি অন্য কেউ জড়িত না থাকে তবে বিয়ের দরকার কী ছিল। অন্য আরেকজন বলছেন, তার ধারণা বিন্দু পারিবারিক দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এ খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ তাকে সাধুবাদ জানিয়েছেন যে তিনি অনেকের কাছে অনুপ্রেরণা হবেন, কিন্তু বেশির ভাগ লোকই কেবল একাকিত্বের ধারণাটিকে ঘিরে তাদের মাথা গুটিয়ে নেয়ার চেষ্টা করেছিল।

কেউ কেউ স্ববিবাহকে একটি উদ্ভট ও দুঃখজনক কাজ বলে সমালোচনা করছেন। অনেকে এ ঘটনার জন্য দীর্ঘস্থায়ী নার্সিসিজমকেই দায়ী করছেন।

তবে বিন্দু বলছেন, তার সমালোচকদের কেবল একটি কথাই তার বলার আছে। আমি যাকে চাই তাকেই বিয়ে করব। এটা আমার সিদ্ধান্ত, আমি বিয়ে করতে পারি একজন পুরুষ বা নারী বা নিজেকে। নিজেকে বিয়ে করার মাধ্যমে আমি একাকিত্বকে স্বাভাবিক করতে চাই। আমি সবাইকে বলতে চাই, আপনি একাই পৃথিবীতে আসেন, একাই পৃথিবী ছেড়ে চলে যান। তাহলে আপনার থেকে কে আপনাকে বেশি ভালোবাসতে পারে? আপনি যদি পড়ে যান তবে আপনার নিজেকেই আপনাকে তুলতে হবে।