চাঁদপুরের কচুয়ায় গাঁজাসহ মো. হাসান গাজী নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের সানন্দকড়া এলাকায় বোগদাদ বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত মো. হাসান গাজী বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া লোদা গ্রামের মো. ধলু গাজীর ছেলে।
জানা যায়, বুধবার বেলা সাড়ে ৯ টার দিকে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ ও কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের সানন্দকড়া এলাকায় বোগদাদ বাসে তল্লাশি করে হাসান গাজীকে ৫ কেজি গাঁজাসহ আটক করেন।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, আটককৃত হাসান গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।