যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান আইন প্রণেতাদের বলেছেন, ইউক্রেনে অস্ত্র সহায়তা দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর নিরাপত্তার বিষয়টিকে যেন তারা প্রাধান্য দেন।
অস্ত্র নিয়ে কাজ করে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন নামে এমন একটি সংগঠনের কনফারেন্সে ট্রাম্প প্রশ্ন তোলেন, কিভাবে ইউক্রেনকে সহায়তা করার জন্য ৪০ বিলিয়ন ডলার আছে যেখানে নিজ দেশের ‘স্কুলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি’।
যুক্তরাষ্ট্রের হোস্টনে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের কনফারেন্স চলছে। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র সংগঠন। যারা বেসামরিক নাগরিকদের কাছে অস্ত্র থাকার বিয়ষটি নিয়ে এর পক্ষে কাজ করে।
টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে ২১ জন নিহত হওয়ার পর এমন কথা বললেন ট্রাম্প। সঙ্গে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্প বলেন, পুরো বিশ্বকে গঠন করার আগে, আমাদের নিজেদের দেশে নিজেদের বাচ্চাদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা উচিত।
এ কথা বলার পর কনফারেন্সে উপস্থিত সকলে করতালির মাধ্যমে ট্রাম্পকে সমর্থন জানান
এদিকে এ মাসের শুরুতে ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের পক্ষে ভোট দেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা।
ইউক্রেনে রাশিয়ার ২৪ ফেব্রুয়ারির হামলার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।