স্কুল-কলেজের ড্রেস পরে ঘুরতে আসা ২০ তরুণ-তরুণী আটক

  • আপডেট: ০২:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ৪৬

প্রতিনিধির পাঠানো ছবি।

স্টাফ রিপোর্টার:

ক্লাস না করে স্কুল-কলেজের ড্রেস পরে ঘুরতে আসা ২০ তরুণ-তরুণীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টায় বড় স্টেশন মোলহেডে স্কুল কলেজ চলাকালীন সময়ে আড্ডারত অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই ফয়েজ আহমেদ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

শিক্ষার্থীরা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে।

শিক্ষার্থী হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা যায়, স্কুল-কলেজ চলাকালীন সময়ে বড় স্টেশন মোলহেডে আড্ডারত অবস্থায় ২০ তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। পরে রাতে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের থানায় ডেকে এনে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, স্কুল-কলেজ চলাকালীন সময়ে ড্রেস পড়া ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। তারা কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে তা নজরে রাখুন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

স্কুল-কলেজের ড্রেস পরে ঘুরতে আসা ২০ তরুণ-তরুণী আটক

আপডেট: ০২:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

স্টাফ রিপোর্টার:

ক্লাস না করে স্কুল-কলেজের ড্রেস পরে ঘুরতে আসা ২০ তরুণ-তরুণীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টায় বড় স্টেশন মোলহেডে স্কুল কলেজ চলাকালীন সময়ে আড্ডারত অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই ফয়েজ আহমেদ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

শিক্ষার্থীরা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে।

শিক্ষার্থী হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা যায়, স্কুল-কলেজ চলাকালীন সময়ে বড় স্টেশন মোলহেডে আড্ডারত অবস্থায় ২০ তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। পরে রাতে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের থানায় ডেকে এনে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, স্কুল-কলেজ চলাকালীন সময়ে ড্রেস পড়া ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। তারা কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে তা নজরে রাখুন।