চাঁদপুরের আলোচিত ‘বালু খেকো’ চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন- দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা ও দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
অনুসন্ধান চলাকালীন তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।