ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় বাংলা নববর্ষ জাঁক-জমকপূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মাদ্রাসার মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কুইজ প্রতিযোগীতায় আয়োজন করা হয়।
এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা,মো.দেলোয়ার হোসেন, বাংলা প্রভাষক আশ্রাফুল আলম, মহাদিস মাও.নুরুজ্জামান, মাও. মাহবুব আলম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় বাংলা নববর্ষ শোভাযাত্রা।