গাজী মোঃ ইমাম হাসানঃ
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ম আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে টিসিবি কার্ডের মাল বিক্রয় কাজের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার ১৫ নং ওয়ার্ডের ষোলঘর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টিসিবি পন্য বিক্রয় কাজের উদ্বোধন করেন কাউন্সিলর এড কবির হোসেন চৌধুরী।এসময় তার দিকনির্দেশনায় কার্ডধারী সকলে সু-শৃঙ্খল ভাবে টিসিবির এই পন্য বিতরণ করা হয়।
টিসিবির পন্য তালিকায় ৪৬০ টাকায় রয়েছে ২ কেজি ডাল, ২চিনি ও ২ কেজি সয়াবিন তেল।
টিসিবি পন্য বিতরণের ডিলার মেসার্স লক্ষীভান্ডার এর মালিক টুটুন বনিকসহ অন্যনারা উপস্থিত ছিলেন।