দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: চুন্নু

  • আপডেট: ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৫

দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে চাল, ডালসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যে সরকার টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা শোভা পায় না। মানুষ টাকা দিয়ে টিকিট কিনে বাসে চড়তে পারে না। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না।

সোমবার (২১ মার্চ) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে জাপা মহাসচিব এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। দেশের মানুষ বাঁচার জন্য বিকল্প শক্তি খুঁজছে, দেশের মানুষ জাতীয় পার্টির প্রতি আস্থা রাখতে চায়।

তিনি বলেন, বিএনপি আবারও হাওয়া ভবন সৃষ্টির স্বপ্ন দেখছে। আর আওয়ামী লীগ মনে করছে নৌকা পেলে এমপি, মন্ত্রী ও চেয়ারম্যান হওয়া যায়। তারা আজীবন ক্ষমতায় থাকতে স্বপ্ন দেখছে।

জাপা মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টি কোনো দলের বি-টিম নয়। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না। জাতীয় পার্টি কারও জোটে নেই। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠন হবে। কেউ জাতীয় পার্টির ভেতরে থেকে অন্য দলের দালালি করতে চাইলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না।

Tag :
সর্বাধিক পঠিত

ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আটক

দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: চুন্নু

আপডেট: ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে চাল, ডালসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যে সরকার টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে না, তাদের মুখে উন্নয়নের কথা শোভা পায় না। মানুষ টাকা দিয়ে টিকিট কিনে বাসে চড়তে পারে না। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না।

সোমবার (২১ মার্চ) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে জাপা মহাসচিব এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। দেশের মানুষ বাঁচার জন্য বিকল্প শক্তি খুঁজছে, দেশের মানুষ জাতীয় পার্টির প্রতি আস্থা রাখতে চায়।

তিনি বলেন, বিএনপি আবারও হাওয়া ভবন সৃষ্টির স্বপ্ন দেখছে। আর আওয়ামী লীগ মনে করছে নৌকা পেলে এমপি, মন্ত্রী ও চেয়ারম্যান হওয়া যায়। তারা আজীবন ক্ষমতায় থাকতে স্বপ্ন দেখছে।

জাপা মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টি কোনো দলের বি-টিম নয়। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না। জাতীয় পার্টি কারও জোটে নেই। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠন হবে। কেউ জাতীয় পার্টির ভেতরে থেকে অন্য দলের দালালি করতে চাইলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না।