সজীব খান: পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য পৌছে দেওয়ার লক্ষ্যে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় রামপুর ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ পলাশ পাটওয়ারী, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, রামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য সেলিম মিজি, ২নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য আবুল বাশার, ৪নং ওয়ার্ড সদস্য সাকিবুল হাসান, ৫নং ওয়ার্ড সদস্য মহসিন খান, ৬নং ওয়ার্ড সদস্য হুসাইন মোঃ দুলাল, ৭নং ওয়ার্ড সদস্য রিপন পাটওয়ারী, ৮নং ওয়ার্ড সদস্য জসিম তালুকদার, ৯নং ওয়ার্ড সদস্য হাসান রাজা, সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা বেগম, শাহিনা বেগম, সুলতানা বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী সব সময় গরীব দুঃখী মানুষের কথা ভাবেন, এবং চিন্তা করেন, যে কারনে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সারাদেশে এক কোটি মানুষকে এ পণ্য দেয়া হবে, কিন্তু এর সুবিধা পাবে ৫ কোটি মানুষ। এই পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আমরা একটি কমিটি করে দিয়েছি। তাদের তত্ত্ববধায়নে এ কাজটি সম্পূন্ন হবে। আমরা দুই বার এ পন্য সামগ্রী বিতরণ করবো।
তিনি বলেন , চাঁদপুরের ৮টি উপজেলার এক লাখ ৪৫ হাজার ১শত ৪৭ কার্ডধারী পরিবার পাবে এ পন্য সামগ্রী। প্রথম পর্যায়ে দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই লিটার সোয়াবিন তেল বিক্রি হবে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই লিটার সোয়াবিন তেল, দুই কেজি সোলা বিক্রি হবে। সরকারের এ উদ্যোগ ভাল ভাবে প্রচারের জন্য আমি গনমাধ্যমকে অনুরোধ করবো। প্রধানমন্ত্রী যে মহত্বি উদ্দেশ্য এ পরিকল্পনা নিয়েছেন এটি যেন সফল হয়। এ ধরনের উদ্যোগের জন্য জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।